বীরাসন বা সুখাসন



  বীরাসন বা সুখাসন

বীরাসন বা সুখাসন 



     মোটা লোকেদের  বা যাদের বয়স ৪০ অতিক্রম করেছে তাদের পক্ষে পদ্মাসন অভ্যাস করা অনেক সময় কষ্টকর । তাদের সুবিধার জন্য বীরাসনের ব্যবস্থা । বীরাসনকে সুখাসনও  বলা হয় ।
     প্রণালীঃ  পদ্মাসনের মত ডান পা হাঁটুর কাছ থেকে ভেঙে বাঁ জানুর উপর রাখ – যাতে ডান পায়ের গোড়ালি তলপেটের বাঁ দিকের মূলাধার স্পর্শ করে । এখন বাঁ পা হাঁটুর কাছে ভাঙে ডান পায়ের নিচে রেখে সোজা হয়ে ব’স । পদ্মাসনের মতই এই আসন অভ্যাস করতে হয় । 


     উপকারিতাঃ  এই আসন অভ্যাসে পদ্মাসনের মতই ফললাভ হয় ।

No comments:

Post a Comment