বদ্ধ পদ্মাসন
প্রণালীঃ পদ্মাসনে বস । ডান হাতপিঠের উপর দিয়ে এনে ডান পায়ের আঙুল ধর এবং বাঁ হাত পিঠের উপর দিয়ে এনে বাঁ পায়ের
আঙুল ধরে ছবির মত আকার ধারণ কর ।

উপকারিতাঃ এই আসন অভ্যাসে বাতজনিত
রোগ দূর হয় । বক্র মেরুদন্ড সরল হয় । এছাড়া এই আসন ছোট বড় সমান করতে ও উঁচু কন্ঠার
হাড়কে স্বাভাবিক অবস্থায় আনতে সাহায্য করে ।
No comments:
Post a Comment