বদ্ধ পদ্মাসন
প্রণালীঃ পদ্মাসনে বস । ডান হাতপিঠের উপর দিয়ে এনে ডান পায়ের আঙুল ধর এবং বাঁ হাত পিঠের উপর দিয়ে এনে বাঁ পায়ের
আঙুল ধরে ছবির মত আকার ধারণ কর ।
এই আসন
অভ্যাস কালে চিবুক কন্ঠকুপে নিবদ্ধ রেখে নাসাগ্রে দৃষ্টি স্থাপন করতে হয় । এই আসন
অভ্যাসকালে নাসাগ্রে দৃষ্টি স্থাপন করলে যদি অভ্যাসকারী মাথ্য একটু যন্ত্রণা বা
অস্বস্তি অনুভব করে, তাহলে নাসাগ্রে দৃষ্টি স্থাপন না করে ভ্রূ মধ্যে বা হৃদয়ে দৃষ্টি স্থাপন করতে পারে ।
এই অবস্থায় ২০/৩০ সেঃ থাক । ৫/১০ সেঃ বিশ্রাম যোগে এই আসন ৪ বার অভ্যাস কর
।
উপকারিতাঃ এই আসন অভ্যাসে বাতজনিত
রোগ দূর হয় । বক্র মেরুদন্ড সরল হয় । এছাড়া এই আসন ছোট বড় সমান করতে ও উঁচু কন্ঠার
হাড়কে স্বাভাবিক অবস্থায় আনতে সাহায্য করে ।
No comments:
Post a Comment