বকাসন
প্রণালীঃ পদ্মাসনে বস । এইবার ছবির মত দুই হাতের তালু
সামনে রাখ । এখন দম নিতে নিতে দু’হাতের তালুর উপর দেহের ওজন রেখে হাতের জোরে ছবির
মত পদ্মাসনে অবস্থিত দেহ যতদূর সম্ভব উপরে তুলে রাখ ও দম ছাড় । এই অবস্থায় মাথা
উপরে তুলে রাখতে হবে । এই অবস্থায় দম স্বাভাবিক রেখে ২০/৩০ সেঃ থাক । পরে দম ছাড়তে ছাড়তে পা ছড়িয়ে
বস । ৫/১০ সেঃ বিশ্রাম যোগে এই আসন ৪ বার অভ্যাস কর ।
দ্বিতীয়
প্রণালী
প্রণালীঃ প্রথমে হাঁটু মুড়ে দু’পায়ের
পাতার উপর বস – পাছা যেন মাটিতে লেগে না থাকে । এবার দু’হাতের তালু মাটিতে রেখে পায়ের
আঙ্গুলের উপর শরীরের ওজন রেখে বস । দু’পায়ের বুড়ো আঙুল এবং গোড়ালি জোড়া থাকবে । এই
অবস্থায় উপর-হাতের পিছনের পেশীর উপর ভর দিয়ে দুটি হাঁটু যতদূর সম্ভব পিঠের উপর
দিকে নিয়ে যাও । এই অবস্থায় লক্ষ্য রাখতে হবে দু’পায়ের পাতা যেন জোড়া থাকে । এইবার চিত্রের মত হাতের জোরে শরীর যতটা সম্ভব
উপরের দিকে তোল । এই অবস্থায় ঘাড় তুলে মেরুদন্ড সোজা রেখে দৃষ্টি সামনের দিকে রাখ
। গোড়ালি পাছার সাথে লেগে থাকবে এবং পায়ের আঙুল নিচের দিকে রেখে লক্ষ্য রাখতে হবে
যেন পায়ের পাতা ও পায়ের আঙুল মাটি স্পর্শ না করে । এই অবস্থায় আসনকারীকে উড়ন্ত
বকের মত দেখায় ।
উপকারিতাঃ এই আসন অভ্যাসে হাত,
কাঁধ ও পেটের মাংসপেশীর ক্ষমতা বৃদ্ধি পায় । হজমশক্তি বৃদ্ধি হয় এবং মেরুদন্ড
নমনীয় হয় ।
good looking
ReplyDelete