সিদ্ধাসন












সিদ্ধাসন    


 প্রণালীঃ  দু’পা ছড়িয়ে বস । বাঁ পা হাঁটুর কাছে ভেঙে বাঁ পায়ের গোড়ালি সীবনীতে (মলদ্বার ও অন্ডকোষের মাঝে) রাখ । ডান পায়ের হাঁটু ভেঙে ডান পায়ের গোড়ালি লিঙ্গমূলে র উপরে রাখ এবং ডান পায়ের আঙুলগুলি বাঁ উরুর উপর রাখ । এই অবস্থায় চিবুক বক্ষাস্থির কাছে এনে (চিবুক ও বুকের মাঝে ৪ আঙুল ফাঁকা থাকবে) দৃষ্টি ভ্রূ-মধ্যে স্থাপন কর । চিত্রের মত হাত দুটি জানুর উপর স্থাপন করে বস । পায়ের অবস্থান পরিবর্তন করে ইহা ৪ বার অভ্যাস কর ।


     উপকারিতাঃ  সিদ্ধাসনে বসে জপ, প্রাণায়াম ও ধ্যানধারণাদি অভ্যাস করলে  সহজে ও স্বল্প সময়ের মধ্যে সিদ্ধিলাভ ক্রা যায় ।   ১৩/১৪ বছরের কম বয়সীদের এই আসন অভ্যাস করা উচিত নয় । 










1 comment: